বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

আপনার কি মন খারাপ,পোষ্টটি আপনার জন্যই.....

খুব মন খারাপ? অসহায়? তাহলে লেখাটি পড়ুনঃ
*************************************************
আপনার যদি ফ্রিজে খাবার থাকে,
গায়ে কাপড় থাকে,
মাথার ওপর ছাদ থাকে,
রাত্তিরে ঘুমাবার জন্য জায়গা থাকে,
বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী।
*
আপনার পকেটে যদি কিছু টাকা থাকে,
আর কিছু ভাংতি থাকে,
আর আপনি মনমত যেখানে খুশি যেতে পারেন,
তবে বুঝবেন গোটা পৃথিবীর আপনি ১৮% ধনীদের একজন।
*
যদি আপনি সুস্হ-সবল-নিরোগ নিয়ে আজকের দিনটা বাঁচতে পারেন,
তবে বুঝবেন আপনি ১০ লক্ষ লোকের চাইতে সুখি।
যারা আগামীকাল বা আগামী সপ্তাহেই মারা যাবে।
*
আপনি যদি এই বার্তাটি দেখতে পারেন ও পড়তে পারেন তারমানে আপনি সেই ৩০ লক্ষ লোকের চেয়ে ভাগ্যবান যারা চোখে দেখতে পায় না বা মানসিক রোগে ভুগে।
*
জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলাবার স্হান নয়, অহেতুক অভিযোগের সময়কাল নয়। আসুন আমরা মানবজীবন লাভ করেছি, স্বাভাবিক জীবন-যাপন করছি এটা উপলব্ধি করে সব কষ্ট ভুলে যাই।
*
আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করেন।
আমিন।

সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

ঈমানদিপ্ত কাহিনী....

সততার এক অনন্য নিদর্শন।

একবার হযরত ওমর গভীর রাতে ছদ্মবেশে মদীনার পথ ধরে হেঁটে বেড়াচ্ছিলেন এবং প্রজাদের খোঁজখবর নিচ্ছিলেন। এই সময়ে দেখতে পেলেন এক রাখাল এক পাল ছাগল নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে।

তিনি রাখালকে পরীক্ষা করার মানসে বললেনঃ “এই ছাগলগুলির মধ্যে যে কোন একটি ছাগল আমার কাছে বিক্রী করে দাও।”

রাখাল বললো, “এই ছাগলগুলো আমার নয়, আমার মনিবের। আমি তার ক্রীতদাস।”

ওমর বললেন, “আমরা যে জায়গায় আছি, এখানে তোমার মনিব আমাদেরকে দেখতে পাবে না। একটা ছাগল বেঁচে দাও। আর মনিবকে বলে দিও যে, একটি ছাগল বাঘে খেয়ে ফেলেছে।”

রাখাল রাগান্বিত হয়ে চিৎকার করে বলে উঠলোঃ “আল্লাহ কি দেখতে পাচ্ছেন না?”

ওমর চুপ করে রইলেন। রাখাল তার দিকে রাগত চোখে তাকিয়ে গরগর করতে করতে ছাগল হাঁকিয়ে নিয়ে চলে গেল।

পরদিন সকালে ওমর ঐ রাখালের মনিবের কাছে গেলেন এবং তাকে মনিবের কাছ হতে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন। অতঃপর বললেনঃ “ওহে যুবক! কালকে তুমি আল্লাহর সম্পর্কে যে কথাটি বলেছিলে, তা আজ তোমার দুনিয়ার গোলামী চুকিয়ে দিল।

আমি আশা করি তোমার এই খোদাভীতি তোমাকে কেয়ামতের দিন দোজখের আজাব থেকেও মুক্তি দিবে।”

শিক্ষাঃ তাকওয়া ও সততা যত তুচ্ছ ও নগন্য মানুষের মধ্যেই পাওয়া যাক, তাকে উপযুক্ত মর্যাদা দিতে হবে।

কেননা আল্লাহ বলেছেনঃ তোমাদের মধ্যে সেই ব্যক্তিই অধিক সম্মানিত, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সৎ ও খোদাভীরু।