বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

আপনার কি মন খারাপ,পোষ্টটি আপনার জন্যই.....

খুব মন খারাপ? অসহায়? তাহলে লেখাটি পড়ুনঃ
*************************************************
আপনার যদি ফ্রিজে খাবার থাকে,
গায়ে কাপড় থাকে,
মাথার ওপর ছাদ থাকে,
রাত্তিরে ঘুমাবার জন্য জায়গা থাকে,
বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী।
*
আপনার পকেটে যদি কিছু টাকা থাকে,
আর কিছু ভাংতি থাকে,
আর আপনি মনমত যেখানে খুশি যেতে পারেন,
তবে বুঝবেন গোটা পৃথিবীর আপনি ১৮% ধনীদের একজন।
*
যদি আপনি সুস্হ-সবল-নিরোগ নিয়ে আজকের দিনটা বাঁচতে পারেন,
তবে বুঝবেন আপনি ১০ লক্ষ লোকের চাইতে সুখি।
যারা আগামীকাল বা আগামী সপ্তাহেই মারা যাবে।
*
আপনি যদি এই বার্তাটি দেখতে পারেন ও পড়তে পারেন তারমানে আপনি সেই ৩০ লক্ষ লোকের চেয়ে ভাগ্যবান যারা চোখে দেখতে পায় না বা মানসিক রোগে ভুগে।
*
জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলাবার স্হান নয়, অহেতুক অভিযোগের সময়কাল নয়। আসুন আমরা মানবজীবন লাভ করেছি, স্বাভাবিক জীবন-যাপন করছি এটা উপলব্ধি করে সব কষ্ট ভুলে যাই।
*
আল্লাহ সবাইকে সহীহ বুঝ দান করেন।
আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন