বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

মারহুম জুনাঈদ জামশিদ, হে উনার কথাই বলছি.।

মারহুম জুনাঈদ জামশিদ, হে উনার কথাই বলছি.।
লেখকঃ মিসবাহ শামিম
উস্তাদঃ  কৌড়িয়া মাদ্রাসা,সুনামগঞ্জ।

ইসলামী সুরের প্রতি আমার আকৃষ্ট হওয়া,  ইসলামী হামদে-বারী ও নাতে-রাসূল (সা.) প্রতি আমার দুর্বল হওয়া,  এবং এ গুলোকে আমার হৃদয়ে মণিকোঠায় রাখা, যেই সমস্ত মহা-মনীষীদের উসিলায় অর্জিত হেয়েছিল।  সেই সমস্ত মহা-পরুষদের অন্যতম ছিলেন আমার প্রিয় ব্যক্তিত্ব  মারহুম  জুনাঈদ জামশিদ!  যার সুরের কন্ঠে বেজেছিল অনেক অনেক মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী,  মন মাতানো ইসলামী সব সূর!  যেই লোকটিই কি-না প্রথমে ছিলেন, পাকিস্তান তথা গোটা বিশ্বের পপ সম্রাট অর্থাৎ অবৈধ গায়কদের সেরাদের সেরা! আর সেই লোকটিই কি-না পরে  হয়েছেন, তাবলীগ নামক "পরশ পাথরের" ছোঁয়া  পেয়ে! বিশ্ব সেরা ইসলামী গায়কদের অন্যতম একজন ইসলামী গায়ক! এবং দ্বীনের  একজন সত্যিকারের দায়ী। যার সূরের টানে এবং এর উসিলায় অনেক যুবক ফিরে এসেছিল, অনদ্ধকারের পথ থেকে আলোর পথে! প্রিয় এই মানুষটি তাবলীগের ছোঁয়া পাওয়ার  পূর্বে এবং এর পরে কেমন ছিলেন,  বিষয়টা ভালভাবে বুঝাবার জন্যে, পোষ্ট করা ছবিটাই যথেষ্ট।  প্রিয় এই ব্যক্তিটির মৃত্যুর খবর শুনে,  মনটা ভেঙ্গে গিয়েছে!  কিছুতেই মনটাকে শান্তনা দিতে পারছিনা!  যতবারই মনে পড়ছে  প্রিয় এই মানুষটির কথা, তথাবারই ডুবে যাচ্ছি তার গেয়ে যাওয়া সূরের জগতে ! দোআ করি এবং দোআ চাই, প্রিয় এই মানুষটির জন্যে- যেন "মহান প্রভূ" তার প্রিয় এই বান্দাটিকে জান্নাত নসীব করেন। আমীন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন